Home Image: 
সিগন্যালে দাঁড়িয়ে চালক 'করোনার সংক্রমণ ছড়াচ্ছে'! CCTV-তে দেখামাত্র মামলা কলকাতা পুলিসের
Domain: 
Bengali
Home Title: 

সিগন্যালে দাঁড়িয়ে চালক 'করোনার সংক্রমণ ছড়াচ্ছে'! CCTV-তে দেখামাত্র মামলা কলকাতা পুলিসের

English Title: 
Kolkata police lodged case against driver who spit from car in signal after seeing him in CCTV footage
Slide Photos: 

উল্লেখ্য, করোনায় রেড জোন কলকাতা। শহর কলকাতার একাধিক এলাকা কনটেইনমেন্ট জোন বলে চিহ্নিত করা হয়েছে। সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে সেসব এলাকা।

কলকাতা পুলিস সূত্রের খবর, আজ রাস্তায় থুতু ফেলার জন্য ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রায় প্রতিদিনই রাস্তায় থুতু ফেলার জন্য কমপক্ষে ২০টি মামলা রুজু হচ্ছে।

 

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে আগে থেকেই কড়া হয়েছে কলকাতা পুলিস। যত্রতত্র থুতু ফেলতে দেখলেই মামলা রুজু করা হচ্ছে। রাস্তায় থুতু ফেলায় গায়ের জামা খুলিয়ে রাস্তা মোছাতেও দেখা গিয়েছে পুলিসকে।

 

এদিন বিকালে এজেসি বোস রোড এবং শিয়ালদহ ব্রিজের ক্রসিংয়ের সামনের সিসিটিভিতে ধরা পরে, এক চালক গাড়ির দরজা খুলে থুতু ফেলছেন। এই ছবি দেখা মাত্রই তৎপর হয় পুলিস।

অর্ণবাংশু নিয়োগী : গাড়ি দাঁড়াল সিগন্যালে। দরজা খুলে মুখ বাড়িয়ে থুতু ফেললেন চালক। ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। আর তাই দেখেই মামলা রুজু করল পুলিস।

Publish Later: 
No
Publish At: 
Tuesday, May 5, 2020 - 22:08
Mobile Title: 
সিগন্যালে দাঁড়িয়ে চালক 'করোনার সংক্রমণ ছড়াচ্ছে'! CCTV-তে দেখামাত্র মামলা পুলিসের
Facebook Instant Gallery Article: 
No