পাতালে এমন মানচিত্রের মেট্রো স্টেশন আগে দেখেনি শহরবাসী
রবিবার স্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদন: মাটির তলায় ঝাঁ চকচকে মেট্রো স্টেশন। যা আগে কখনও দেখেনি শহরবাসী। পুরোদমে বদলে গিয়েছে মাটির নিচের মেট্রো স্টেশনের মানচিত্র। রবিবার স্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন। দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করার কথা রেলমন্ত্রী পীযূষ গয়াল।
photos
TRENDING NOW
photos