পাতালে এমন মানচিত্রের মেট্রো স্টেশন আগে দেখেনি শহরবাসী

 রবিবার স্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন।  

Oct 04, 2020, 10:24 AM IST

নিজস্ব প্রতিবেদন:  মাটির তলায় ঝাঁ চকচকে মেট্রো স্টেশন। যা আগে কখনও দেখেনি শহরবাসী। পুরোদমে বদলে গিয়েছে মাটির নিচের   মেট্রো স্টেশনের মানচিত্র। রবিবার স্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন।  দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করার কথা রেলমন্ত্রী পীযূষ গয়াল। 

1/9

২৫ বছর পর শহরের পাতাল নতুন স্টেশন।  

2/9

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। 

3/9

আগামী কাল, সোমবার সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য পরিষেবা খুলে দেওয়া হবে।  

4/9

গত এক সপ্তাহ ধরে সম্প্রসারিত পথে পরিষেবা খুলে দেওয়ার জন্য রাতে নিয়মিত মহড়া হয়েছে। 

5/9

নতুন স্টেশন যোগ হওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। 

6/9

 আজ ফুলবাগান মেট্রো স্টেশনে সাজোসাজ রব। 

7/9

এত দিন সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রোর সর্বোচ্চ ভাড়া ছিল ১০ টাকা। 

8/9

এ বার ফুলবাগান পর্যন্ত সেই সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। 

9/9

উৎসাহী এলাকাবাসীর দাবি, ২০১১ সাল থেকে তারা স্টেশন হতে দেখছে। স্টেশন হওয়া তাদের অনেক সুবিধা হবে।