Sanjay Roy | R G Kar Incident: আমি মারিনি, গিয়ে দেখলাম মেয়েটির রক্তমাখা দেহ পড়ে আছে: সঞ্জয়

Kolkata doctor rape-murder case: আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। সেই সঙ্গে পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায়-সহ সাতজনকে। পলিগ্রাফল টেস্টে কী বললেন সঞ্জয়? 

| Sep 02, 2024, 14:30 PM IST
1/6

পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের বয়ান!

Sanjay Roy claimed

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পলিগ্রাফ টেস্টের অনুমতি দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েছিল সঞ্জয়। বলেছিল, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। কিন্তু এবার পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক কথা বলল আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত। 

2/6

পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের বয়ান!

Sanjay Roy claimed

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণ মামলার অভিযুক্ত সঞ্জয় রায়, তার আইনজীবী কবিতা সরকারকে বলে যে তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। 

3/6

পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের বয়ান!

Sanjay Roy claimed

সঞ্জয়ের আইনজীবীর মতে, পলিগ্রাফ পরীক্ষার সময়ও তিনি নির্দোষ সেটা বোঝা গিয়েছে। সঞ্জয় রায়কে ১০ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যার মধ্যে ডাক্তারকে খুনের অভিযোগও ছিল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে অভিযুক্ত এর উত্তরে বলেন,  তিনি কাওকে খুন করেননি। 

4/6

পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের বয়ান!

Sanjay Roy claimed

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে, পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় দাবি করেন, হাসপাতালের সেমিনার হলে ঢুকে সে দেখে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সঞ্জয় আরও দাবি করেন, ৯ আগস্ট সেমিনার কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দেখেছে সে। তারপরই আতঙ্কিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়।

5/6

পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের বয়ান!

Sanjay Roy claimed

সঞ্জয় নির্দোষ হলে পুলিসকে কেন জানাননি? উত্তরে সে বলে, ভয় পেয়েছিল যে কেউ তাকে বিশ্বাস করবে না। 

6/6

পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের বয়ান!

Sanjay Roy claimed

তবে সঞ্জয়ের সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টের ভিত্তিতে তাঁরা একটা বিষয়ে নিশ্চিত যে ধৃত সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান থেকে অপরাধ বিজ্ঞানের পরিভাষায় যাকে হয়, 'সেক্সুয়ালি পারভারটেড'।