অয়ন ঘোষাল: আনন্দপুরের বাল্মীকি আবাসন। দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য। গতকাল রাতে পুলিস খবর পায়, এক ব্যক্তি ঝাঁপ দিয়েছেন।
2/5
দম্পতির 'রহস্যমৃত্যু'!
পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, তাঁর মৃত্যু হয়। পরে ফ্ল্যাটে এসে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রীর দেহ। গলায় আঘাতের চিহ্ন।
photos
TRENDING NOW
3/5
দম্পতির 'রহস্যমৃত্যু'!
তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, দম্পতির দুই মেয়ে। দুজনেই বিবাহিতা। এখন ১০ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী। স্বামী দেখভাল করতেন। কিছুদিন আগে ভদ্রলোকও অসুস্থ হয়ে পড়েন।
4/5
দম্পতির 'রহস্যমৃত্যু'!
এক মেয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। জানা যায়, ওনার হার্টে ব্লকেজ রয়েছে। আজ একটি হাসপাতালেন ইমার্জেন্সিতে দেখানোর কথা ছিল।
5/5
দম্পতির 'রহস্যমৃত্যু'!
পুলিসের অনুমান, দীর্ঘদিন ধরে স্ত্রী অসুস্থ। তার উপর নিজের হার্টের সমস্যা। আর্থিক অবস্থাও ভালো নয়। এইসব কারণেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।