কলকাতাবাসীর জলযন্ত্রণা দূর করতে 'ছাকনি' ব্যবহারের সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Feb 19, 2020, 11:04 AM IST
1/5

শ্রাবন্তী সাহা : একের পর এক উন্নত প্রযুক্তি এনেও কমানো যায়নি কলকাতার জল জমার সমস্যা। মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতেই কলকাতায় হাঁটু সমান জল জমে যায়।

2/5

জল জমে যাওয়ার কারণ হিসেবে গালিপিটে প্লাস্টিক সহ একাধিক জিনিস আটকে যাওয়ার অভিযোগ করে থাকেন পুরকর্তারা।

3/5

এবার সেই সমস্যার সমাধানে আসছে নয়া টেকনোলজি। গালিপিটের মধ্যে আলাদা ছাকনি লাগাবে কলকাতা পুরসভা ৷

4/5

অসংখ্য ছিদ্রযুক্ত ওই ছাকনিতে আটকে যাবে প্লাস্টিক। তারপর প্রতিদিন পুরসভা কর্মীরা সেগুলি সাফ করে নিয়ে যাবেন।

5/5

ফলে বর্ষায় কিছুটা হলেও রেহাই মিলবে। ছাকনির মতো এই পাত্র সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে।