দেবারতি ঘোষ : ড্রোনের নাম বিনাশ। মাল্টিটাস্কিং এই ড্রোন কাজ করবে মশা নিধনে। যে সমস্ত জায়গায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারেন না, সেই সমস্ত জায়গায় অনায়াসে পৌঁছে যাবে এই ড্রোন।
2/5
সাধারণের থেকে আকারে বেশ কিছুটা বড় সাইজের এই ড্রোন বিভিন্ন রকমের কাজ একসঙ্গে করতে পারে। ড্রোনের মধ্যে রয়েছে ১৬ লিটার মশা নিধনকারী তেলের ট্যাঙ্কার। রয়েছে মাল্টিটাস্কিং ক্যামেরা।
photos
TRENDING NOW
3/5
নমুনা সংগ্রহের পাশাপাশি বিশ্লেষণ করার ক্ষমতাও আছে এই ড্রোনের। জলের নমুনা সংগ্রহ করে আনতে পারবে। দিনে রাতে কাজ করবে এই ড্রোন। ড্রোনে রয়েছে স্প্রিংকলার, যেখান থেকে তেল ছড়াবে।
4/5
কলকাতা পুরসভার, দাবি গোটা ভারতবর্ষের মধ্যে এই প্রথমবার কোনও পুরসভা ড্রোনের মাধ্যমে মশা নিধনের কাজ করবে। ২০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারবে এই ড্রোন।
5/5
কোনও বন্ধ বহুতল বা নির্মীয়মাণ উঁচু বাড়ির ছাদ, যেখানে পুরো কর্মীরা সহজে পৌঁছতে পারেন না, সেখানে এই ড্রোনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।