KIFF2022: 'পথের পাঁচালী'র ক্যামেরা থেকে 'অপুর সংসার'-এর হাতে লেখা চিত্রনাট্য, প্রদর্শনীতে শ্রদ্ধার্ঘ সত্যজিৎ রায়কে

Apr 26, 2022, 20:57 PM IST
1/6

সত্যজির রায়কে শ্রদ্ধার্ঘ

Tribute to Satyajit Ray

অনুসূয়া বন্দ্যোপাধ্য়ায়: ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেলিব্রট করা হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ জানিয়ে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শণীর।   

2/6

প্রদর্শনী

Exhibition

নন্দন টু-এর সামনে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর।   

3/6

'ঘরে বাইরে' ছবির কস্টিউম

Costume used in Ghare Baire

এই প্রদর্শনীতে একদিকে রয়েছে সত্যজিৎ রায়ের ছবির চিত্রনাট্য তো অন্যদিকে রয়েছে  তাঁর ছবিতে ব্যবহৃত কস্টিউম। ঘরে বাইরে ছবিতে ব্যবহৃত শাড়ি জামাকাপড় জায়গা পেয়েছে এই প্রদর্শনীতে।   

4/6

'শতরঞ্জ কি খিলাড়ি'র দাবার ছক

Chess Board of Shataranj ki khiladi

শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে কাপড়ে তৈরি করা হয়েছিল দাবার বোর্ড। সেই দাবার ছক দেখা গেল এই প্রদর্শনীতে।   

5/6

সত্যজিতের সিন্থসাইজার

Satyajit Ray's Synthesizer

সত্যজিৎ রায় তাঁর কয়েকটি ছবিতে নিজেই সংগীত পরিচালনা করেছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য ঘরে বাইরে। যে সিন্থেসাইজারে গান কম্পোজ করতেন তিনি, সেই সিন্থেসাইজারও রয়েছে এই প্রদর্শনীতে।   

6/6

পথের পাঁচালীর ক্যামেরা

Camera used in Pather Panchali

তবে প্রদর্শনীর মুখ্য আকর্ষন পথের পাঁচালী ছবিতে ব্যবহৃত মিচেল ক্যামেরা। যার মাধ্যমে ইতিহাস তৈরি করেছিলেন কিংবদন্তি সত্যজিৎ রায়।