নিয়মমাফিক খুলল কেদারনাথের দরজা, জনমানবহীন বরফ ঢাকা পাহাড়ে এক অদ্ভুত দৃশ্য

Apr 29, 2020, 14:11 PM IST
1/5

লকডাউন এর মাঝেই, প্রতি বছরের মতো নিয়মমাফিক এপ্রিলের শেষে খোলা হল উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের দরজা। সাধারণত প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে কেদারনাথ মন্দির। তবে লকডাউনের নিয়ম মেনে কোন‌ও পুণ্যার্থীকে মন্দিরে আসতে দেওয়া হবে না।  

2/5

তবে লকডাউনের নিয়ম মেনে কোন‌ও পুণ্যার্থীকে মন্দিরে আসতে দেওয়া হবে না। কেবলমাত্র মন্দির সংলগ্ন ২০ জন পুরোহিত ও কর্মী এদিন উপস্থিত ছিলেন মন্দিরের দরজা খোলার অনুষ্ঠানে। ভোর ছটা দশ নাগাদ গাঁদা ফুলের মালা সাজানো মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।

3/5

বাইরে তখন তুমুল বেগে পড়ছে বরফ। চারিদিক শুনশান। এর মাঝেই শুরু হল 'রুদ্রাভিষেক'- বছরের প্রথম প্রার্থনা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হয়ে প্রথম পুজোটি দিলেন মন্দিরের প্রধান পুরোহিত।   

4/5

"করোনাভাইরাস সতর্কতার কারণে কোন‌ও পুণ্যার্থীকে আসতে দেওয়া হবে না," পরিষ্কার জানিয়ে দিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত। 

5/5

লকডাউন এর ফলে উত্তরাখণ্ডের পর্যটন ব্যবসা অনেকটাই মার খেয়েছে। কিন্তু আপাতত নিয়মে কড়াকড়ি সেখানে বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন।