মাঝেরহাট রেশ কাটার আগেই ফের বিপত্তি, হঠাত্ ফুলে উঠল শহরের এই ব্রিজ,

Sep 22, 2018, 23:31 PM IST
1/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_9

 মাঝেরহাট বিপর্যয়ের রেশ এখনও তাজা। শহরে ফের ব্রিজ-বিপত্তি। এবার টালিগঞ্জের করুণাময়ী ব্রিজে। 

2/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_8

কোনও দুর্ঘটনা বা বিপর্যয় নয়। শনিবার সেতুর উপরে দুটি গার্ডারের সংযোগস্থলের কিছুটা অংশ হঠাত্ই ফুলে ওঠে। আর বিষয়টি নজরে আসতেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। শনিবার বিকেলে হঠাত্ই ব্রিজের একাংশের পিচ ফুলে ওঠে।

3/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_7

দেখা যায়, একটি গার্ডারের সংযোগস্থলে ফুলে উঠেই এই কাণ্ড। ব্রিজের ওই অংশ ইস্পাতের চাদরে ঢেকে ফের শুরু হয় যান চলাচল। আতঙ্কের কোনও কারণই নেই, আশ্বাস প্রশাসনের।  

4/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_6

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বেহালামুখী প্রচুর গাড়ির চাপ এসে পড়েছে এই করুণাময়ী সেতুর উপর। এই ব্রিজে কোনো সমস্যা হলে চরম দুর্ভোগ পোহাতে হবে গোটা দক্ষিণ কলকাতাকে!

5/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_5

এই সেতুর শরীর-স্বাস্থ্য নিয়ে এখন বাড়তি সতর্ক প্রশাসন। বিপত্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে যান ইঞ্জিনিয়াররা। ইস্পাতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় ব্রিজের ওই অংশ।   

6/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_4

পরীক্ষায় দেখা যায়, ব্রিজের একটি এক্সপ্যানশান জয়েন্টের পিচ ফুলে উঠেই বিপত্তি।ব্রিজের ওই জয়েন্ট থেকে পিচ সরানোর জন্য কাজ করছিল। সেই কাজ করতে গিয়েই ব্রিজের কিছুটা অংশ ফুলে-ফেঁপে ওঠে।  

7/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_3

খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন,''একটা তিন ইঞ্চির ডিপ্রেসন রয়েছে। কালকে কেটে দেওয়া হবে''।

8/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_2

এই কাণ্ডের জেরে এলাকায় কিছুক্ষণের যানজটও হয়। তবে দ্রুত যান নিয়ন্ত্রণে নামে পুলিস-প্রশাসন। 

9/9

করুণাময়ী ব্রিজে আতঙ্ক

karuna_1

ব্রিজে কোনও সমস্যা নেই। তবুও রবিবার কেএমডিএ-র বিশেষজ্ঞরা ব্রিজ ঘুরে দেখবেন।