গুরু নানকের জন্মদিনের উত্সবের জন্য তৈরি করতারপুর, ছবি টুইট করলেন ইমরান খান
|
Nov 03, 2019, 15:01 PM IST
1/7
s 7
শিখ পুণ্যার্থীদের জন্য তৈরি করতারপুর ও দরবার শাহিব গুরুদ্বার। সেই ছবি টুইট করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
2/7
s 6
এবার গুরু নানকের ৫৫০তম জন্মদিন। ফলে সেজে উঠেছে নানকের জন্মস্থান নানকানা শাহিব ও করতারপুর। ৯ নভেম্বর উদ্বোধন করা হবে করতারপুর করিডোরের।
photos
TRENDING NOW
3/7
S 5
ইমরান খান টুইট করেছেন, শিখ পুণ্যার্থীদের জন্য তৈরি করতারপুর।
4/7
S 4
অন্য একটি টুইটে ইমরান লিখেছেন, গুরু নানকের জন্মদিনের কথা মাথায় রেখে খুব দ্রুত সাজিয়ে তোলা হয়েছে করতারপুরকে। এই নির্মাণ কাজের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ।
5/7
S 3
পঞ্জাবের ডেরা বাবা নানক সৌধে সঙ্গে পাকিস্তানের করতারপুরের দরবার শাহিবকে যোগ করবে করতারপুর করিডোর। পঞ্জাব সীমান্ত থেকে পাকিস্তানের নারওয়াল জেলার করতারপুর মাত্র ৪ কিলোমিটারের পথ।
6/7
S 2
গুরু নানকের জন্মদিন উপলক্ষে রোজ ৫০০০ শিখ পুণ্যার্থী করতারপুরের দরবার সাহিবে যাবেন এমনটাই দুদেশের মধ্যে ঠিক হয়েছে।
7/7
s 1
সারা বছরই এই করিডোর খোলা থাকবে যাতে পুণ্যার্থীরা বছরভর সেখানে যেখানে যাতে পারেন।