প্লাজমা ডোনেট করলেই পাঁচ হাজার টাকা পুরস্কার! জানিয়ে দিল এই রাজ্যের সরকার
Jul 16, 2020, 19:12 PM IST
1/5
প্লাজমা দান
করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্লাজমার চাহিদা বাড়ছে। প্লাজমা থেরাপিতে করোনা আক্রান্তের চিকিত্সায় সাফল্য মিলেছে।
2/5
প্লাজমা দান
সরকারের তরফে প্লাজমা দানের অনুরোধ করা হচ্ছে বারবার। অনেকেই এই দুঃসময় প্লাজমা দানের জন্য এগিয়ে এসেছেন। তবে সাধারণ মানুষকে উত্সাহ জোগাতে এবার প্রশাসন প্লাজমা দানে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
photos
TRENDING NOW
3/5
প্লাজমা দান
কর্ণাটকের সরকার ঘোষণা করেছে, প্লাজমা দান করলেই এবার সরকার পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে। কর্ণাটকে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। তাই চিকিত্সার জন্য সরকারের এমন সিদ্ধান্ত।
4/5
প্লাজমা দান
কর্মাটকের প্রশাসন জানিয়েছে সেখানে মোট ১৭,৩৯০ জন মানুষ প্লাজমা থেরাপিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধুমাত্র বেঙ্গালুরুতেই ৪৯৯২ জন এই চিকিত্সায় সেরে উঠেছেন।
5/5
প্লাজমা দান
করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী ব্যক্তির প্লাজমা আরেকজন আক্রান্তের চিকিত্সায় ব্যবহার করা হচ্ছে। করোনাকে প্রতিহত করার টিকা এখনও আবিষ্কার হয়নি। তাই প্লাজমা থেরাপি বড় ভরসা।