কপিল শর্মার মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে...

Jan 15, 2020, 14:30 PM IST
1/8

গত ১০ ডিসেম্বর কপিল শর্মা ও গিনি চাতার্থের বাড়িতে এসেছে তাঁদের কন্যা সন্তান। সেই সুখবর নিজেই জানিয়েছিলেন কপিল। এবার প্রকাশ্যে এল জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা মেয়ের প্রথম ছবি। 

2/8

কপিলের একটি ফ্যান ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কপিলের ও তাঁর শিশু সন্তানের ছবি পোস্ট করা হয়েছে।   

3/8

এর আগে কপিলের শোতে দীপিকাকে কপিল দিপ্পিকে ফোনে তোলা তাঁর মেয়ের ছবি দেখান। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি। 

4/8

সাধ ভক্ষণ অনুষ্ঠানে কপিল শর্মার স্ত্রী গিনি চাতার্থ ও উপস্থিত অতিথিরা। 

5/8

মেয়েকে কোলে নিয়ে কপিল। 

6/8

গত ১০ ডিসেম্বর কন্যা সন্তান হওয়ার কথা নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিলেন কপিল। 

7/8

২০১৮-র ১৩ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন কপিল শর্মা। 

8/8

বিয়ের পর মুম্বইয়ে ঘটা করে রিসেপশন পার্টিও দেন কপিল শর্মা।