নিজস্ব প্রতিবেদন: দলবিরোধী কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর ঘনিষ্ঠ জেলা সম্পাদক কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করল তৃণমূল। দলের এই সিদ্ধান্তে খুশি কণিষ্ক। এমনকি মিষ্টিমুখও করাতে শুরু করে দেন। বললেন,'আজ খুশির দিন।'
2/5
গত কয়েক দিন ধরে দলের বিরুদ্ধে মন্তব্য করে চলেছিলেন কণিষ্ক পণ্ডা। তৃণমূল নেত্রীকে নিশানা করতেও ছাড়েননি। শুভেন্দুকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কণিষ্ক। সেই কণিষ্ককে বহিষ্কার করল তৃণমূল। জেলা নেতৃত্বকে তা জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
photos
TRENDING NOW
3/5
দলের সিদ্ধান্ত জানার পর অনুগামীদের সঙ্গে মিষ্টিমুখ শুরু করে দেন কণিষ্ক পণ্ডা। বলন,'খুব শান্তি পেলাম। লজ্জা থেকে মুক্তি পেলাম। আজ খুশির দিন। সকলকে মিষ্টিমুখ করাচ্ছি।'
4/5
তিনি আরও বলেন,''যখন থেকে খবরটা আপনাদের চ্যানেলে সম্প্রচারিত হল, তখন থেকে মিষ্টিমুখ করছি। শুভেন্দুর মতো নেতৃত্বকে যে অস্বীকার করেছে, তার ভবিষ্যত অন্ধকার।'
5/5
দলের বিরোধিতা করেননি বলেও দাবি করলেন কণিষ্ক। তাঁর বক্তব্য,'কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত-পা নেড়ে কথা বলেছিলেন, তার প্রতিবাদ করেছিলাম। মমতাদি ছাগলের তৃতীয় সন্তান বলেছিলেন, প্রতিবাদ করেছিলাম। দলের বিরোধিতা করিনি।'