প্লাজমা দিয়ে সুস্থ করতে চান করোনা আক্রান্তদের, বড় সিদ্ধান্ত কণিকার

Apr 28, 2020, 10:21 AM IST
1/5

কোভিড ১৯-এ থাবা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। করোনা সারিয়ে বাড়ি ফেরার পর এবার বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা 

2/5

কণিকা জানান, প্লাজমা দিয়ে সাহায্য করতে চান করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে। মঙ্গলবার কণিকার বাড়িতে পৌঁছবেন লখনউ হাসপাতালের চিকিতসক। এরপর কণিকার প্লাজমার নমুনা সংগ্রহ করা হবে। সেই প্লাজমা করোনা আক্রান্তদের চিকিতসার জন্য উপযুক্ত হলে তা দিয়ে অন্য আক্রান্তদের চিকিতসা করা হবে বলে জানা যাচ্ছে

3/5

তবে মঙ্গলবার নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার পরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর 

4/5

প্রসঙ্গত কণিকার আগে প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে জোয়া মোরা এবং সাজা মোরানিও করোনা আক্রান্তদের চিকিতসায় তাঁদের প্লাজমা দিয়ে সাহায্য করতে চান বলে জানান

5/5

এদিকে করোনা মুক্ত হওয়ার পর কণিকার বাড়িতে পৌঁছয় পুলিসের নোটিস। কোভিড ১৯-এর মতো মারণ ব্যাধিক ছড়ানোর অভিযোগে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ২৬৯ এবং ২৭০-এর ধারায় অভিযোগ দয়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কণিকার বয়ান নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে পুলিসের তরফে