'রানি লক্ষ্মীবাঈ', 'বীর সাভারকর'এর সঙ্গে নিজেকে তুলনা! নেটিজেনরা বলছেন 'চুপ কর কঙ্গনা'

Oct 23, 2020, 20:43 PM IST
1/6

ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল। এমনই অভিযোগে এবার ফের দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে কঙ্গনা রানাউত এবং তাঁর দিদির বিরুদ্ধে। আর এই ঘটনার পরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

2/6

কঙ্গনা টুইটারে লেখেন, ''রানী লক্ষ্মীবাঈ-এর দুর্গ ভাঙা হয়েছিল, তেমন আমারও বাড়ি ভাঙা হয়েছে। যেমন সাভারকরকে বিদ্রোহের জন্য কারাগারে বন্দী করা হয়েছিল, তেমনই আমাকেও জেলে পাঠানোর যথাসাধ্য চেষ্টা চলছে, এই অভ্যন্তরীণ দেশে কত লোক কতটা অসহিষ্ণুতা সহ্য করেছে, তা কেউ জিজ্ঞাসা করেনা।'' কঙ্গনার এই টুইটের পরই নেটিজেনদের একাংশ ''চুপ কর কঙ্গনা'' হ্যাশ ট্যাগ ট্রোল করতে শুরু করেন।

3/6

এক নেটিজেন লিখেছেন ''কেন যে উনি নিজেকে রানি লক্ষ্মীবাঈ মনে করেন বুঝতে পারি না।''

4/6

এক নেটিজেন আবার দীপিকা, আলিয়া, ক্যাটরিনাদের সাদা পোশাক ও কঙ্গনার কালো পোশাকের ছবি পোস্ট করে লিখেছেন ''ভালো মানুষ হতে গেলে সাদা পোশাক পরুন।''

5/6

এক নেটিজেন লিখেছেন, ''যদি আমরা কঙ্গনার যুক্তি অনুসারে চলি, তবে আমির খান হলেন ভারতের প্রথম মুক্তিযোদ্ধা, মঙ্গল পান্ডে। যিনি কিনা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং কঙ্গনা রানাউত ছিলেন সন্ত্রাসবাদী আবু সালামের উপপত্নী। যদিও কঙ্গনার কাছে আমির দেশদ্রোহী এবং উনি হলেন দেশভক্ত ঝাঁসির রানি''। 

6/6

এক নেটিজেন লিখেছেন, ''কেন যে উনি নিজেকে রানি লক্ষ্মীবাঈ-এর সঙ্গে তুলনা করেন! যেহেতু উনি ছবিতে রানি লক্ষ্মীবাঈ-এর ভূমিকায় অভিনয় করেছেন, সেকারণে! সেক্ষেত্রে  'গ্যাংস্টার' এবং 'ফ্যাশন' ছবিতেও তাঁর ভূমিকাও মনে রাখা উচিত। যেটা তাঁর ব্যক্তিত্বের সাথে আরও জড়িত। ''