২৪ বার মাউন্ট এভারেস্ট জয়! নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা শেরপা

May 22, 2019, 20:07 PM IST
1/5

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

একবার নয় দুবার নয়, ২৪ বার তিনি মাউন্ট এভারেস্টের মাথায় চড়েছেন। নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। 

2/5

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

৫০ বছর বয়সী এই নেপালি পর্বতারোহী এখনও সব থেকে বেশিবার এভারেস্টের মাথায় চড়ে বিশ্বরেকর্ড গড়েছেন। 

3/5

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

১১জন পুলিসের একটি দল নিয়ে কামি রিতা শেরপা মঙ্গলবার এভারেস্টের চূড়োয় চড়েছিলেন। 

4/5

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

সোমবার রাতে ক্যাম্প ফোর থেকে যাত্রা শুরু করেছিলেন কামি রিতা শেরপা। মঙ্গলবার ভোরে তিনি এভারেস্টে চূড়োয় পৌঁছন। 

5/5

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

২৪ বার এভারেস্টের চূড়ায় কামি রিতা শেরপা

নেপালের পর্যটন দফতরের হিসাব বলছে, এখনও পর্যন্ত ৪৪০০ জনের বেশি পর্বতারোহী এভারেস্টের শৃঙ্গ জয় করেছেন। তবে এখনও পর্যন্ত কামি রিতার রেকর্ডের ধারে-কাছে কেউ পৌঁছতে পারেননি।