২০২০ সালের Hall of Fame ঘোষণা করল ICC

Aug 24, 2020, 12:21 PM IST
1/5

করোনা কালে সোশ্যাল মিডিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে রবিবার ২০২০ সালের আইসিসি হল অফ ফেম ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

2/5

আইসিসি হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছেন প্রোটিয়া অল রাউন্ডার জাক কালিস। দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন কালিস।

3/5

অল-রাউন্ড কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে কালিসকে। আইসিসি-র এই স্বীকৃতিতে আপ্লুত কালিস।

4/5

ষষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন জাহির আব্বাস। ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন জাহির।

5/5

নবম মহিলা ক্রিকেটার হিসেবে এবার আইসিসি হল অফ ফেম সম্মানিত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লিজা স্থালেকর।