বসন্তেই কালবৈশাখির ভ্রূকুটি, সঙ্গে হতে পারে তুমুল শিলাবৃষ্টি

Feb 19, 2019, 14:56 PM IST
1/5

২৪-২৭ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখির সম্ভাবনা । সূত্র বাংলাদেশের বেসরকারি আবহাওয়া সংস্থা।

2/5

সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি, তুমুল শিলাবৃষ্টিও।

3/5

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের  তাপমাত্রা বাড়বে।

4/5

উত্তরবঙ্গে শীতের প্রভাব কাটতে এক সপ্তাহ সময় লাগবে।

5/5

পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের ওপরে একটি বড় বৃষ্টি বলয় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।