Kacha Badam-Dadagiri: সৌরভের সঙ্গে 'কাঁচা বাদাম' খ্যাত ভুবনের 'দাদাগিরি', ট্রফি জিতে মান রাখলেন বীরভূমের

| Feb 02, 2022, 21:01 PM IST
1/6

কাঁচা বাদামের দাদাগিরি

Kacha Badam Singer wins Dadagiri

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর।  

2/6

কাঁচা বাদামের দাদাগিরি

Kacha Badam Singer wins Dadagiri

কাঁচা বাদাম গানের দৌলতে এখন ভুবন বাদ্যকরের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার টেলিভিশনে দাদাগিরি দেখালেন ভুবন।  

3/6

কাঁচা বাদামের দাদাগিরি

Kacha Badam Singer wins Dadagiri

সম্প্রতি তিনি জি ২৪ ঘণ্টাকে জানিয়েছিলেন  যে, দাদাগিরিতে আসতে পেরে তিনি বেজায় খুশি। সেটেও তাঁর চোখে মুখে ধরা দিল হাসি।   

4/6

কাঁচা বাদামের দাদাগিরি

Kacha Badam Singer wins Dadagiri

সৌরভের জন্য উপহার হিসাবে ভুবন এনেছিলেন কাঁচা বাদাম। সেটেই সেই বাদাম খেলেন দাদা।  

5/6

কাঁচা বাদামের দাদাগিরি

Kacha Badam Singer wins Dadagiri

এদিন শুধু দাদাগিরিতে অংশগ্রহণ করাই নয়, সেই পর্বের বিজয়ীও তিনি।  

6/6

কাঁচা বাদামের দাদাগিরি

Kacha Badam Singer wins Dadagiri

ভুবন বাদ্যকরের হাতে ট্রফি তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ১৯ ফেব্রুয়ারি সম্প্রচারিত হবে এই পর্ব।