‘রাজনীতিতে আসাটা একটা দুর্ঘটনা, এবার ছেড়ে দিতে চাই’
Aug 04, 2019, 12:06 PM IST
1/5
S 5
আস্থা ভোটে হেরে ১৪ মাসের রাজপাট হারিয়েছেন কুমারস্বামী। কর্ণাটকের কুর্সিতে বসেছেন ইয়েদুরাপ্পা। এবার রাজনীতিটাই ছেড়ে দিতে চাইছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
2/5
S 4
সংবাদসংস্থা এএনআইকে কুমারস্বামী বলেছেন, রাজনীতি থেকে সরে যেতে চাই। আমরা মুখ্যমন্ত্রী হওয়া বা রাজনীতিতে আসাই একটা দুর্ঘটনা বলতে পারেন। ঈশ্বর আমাকে মুখ্যমন্ত্রী হওয়ার দুটো সুযোগ দিয়েছিলেন। দুঃখজনক বিষয় হল কাউকে আমি সন্তুষ্ট করতে পারিনি।
photos
TRENDING NOW
3/5
S 3
কুমারস্বামী আরও বলেন, আজও আমার বাবা এইচ ডি দেবগৌড়া রাজনীতিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। ওঁর সেই শক্তি রয়েছে। আমার মনে হয় না এই লড়াইটা আমি বেশিদিন চালিয়ে যেতে পারব।
4/5
S 2
রাজনীতিতে বিরক্ত কুমারস্বামীর বক্তব্য, মানুষের জন্য রাজনীতি এখন আর ভালো জিনিস নয়। এখন রাজনীতিটা জাতপাত ও প্রতিশোধের হয়ে গিয়েছে। এসবে আমি বীতশ্রদ্ধ। এখন আমি শান্তির সঙ্গে এসব থেকে অবসর নিতে চাই।
5/5
s 1
১৯৯৬ সালেও কুমারস্বামী রাজনীতিতে আসেননি। সিনেমা প্রযোজনা করতেন। সে সময়ে দেবগৌড়া ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছেলেকে লোকসভা নির্বাচনে দাঁড় করিয়ে দেন কনকপুর আসন থেকে। জিতেও জান কুমারস্বামী। সেই থেকে শুরু।