পাউডারে মিশে ক্যান্সারের উপাদান! জনসন অ্যান্ড জনসন মহাসমস্যায়
Jun 25, 2020, 14:02 PM IST
1/5
জনসনের নামে মামলা
পাউডারে মিশে রয়েছে ক্যান্সারের উপাদান। জনপ্রিয় মার্কিন বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়ে আদালত জনসন অ্যান্ড জনসনকে দুই বিলিয়ন ডলার জরিমানা করেছে।
2/5
জনসনের নামে মামলা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি আদালত জনসন অ্যান্ড জনসনকে এর আগে ৪৪০ কোটি টাকা জরিমানা করেছিল। এই পাউডার মেখে ক্ষতিগ্রস্থ ২২ জন ব্যক্তির মধ্যে ওই টাকা বন্টনের রায় দিয়েছিল আদালত। তবে ভুক্তভোগীদের অনেকে মিসৌরির বাইরে থাকেন। তাই শেষমেশ জরিমানার অর্থ কমিয়ে দেওয়া হয়।
photos
TRENDING NOW
3/5
জনসনের নামে মামলা
পরীক্ষায় প্রমাণিত, জনসন অ্যান্ড জনসন-এর পাউডারে অ্যাসবেস্টস রয়েছে। যা ক্যানসার সৃষ্টিকারী উপাদান বলে চিহ্নিত।
4/5
জনসনের নামে মামলা
দীর্ঘদিন ধরে জনসন অ্যান্ড জনসন-এর বিরুদ্ধে মামলা চলছিল। সেই মামলায় রায় বহাল রেখে ২১০ কোটি টাকা জরিমানা করল আদালত। ভুক্তভোগীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ বলে জানিয়েছে আদালত।
5/5
জনসনের নামে মামলা
পাউডারে ক্যান্সারের উপাদান রয়েছে। তবুও ক্রেতাদের সতর্ক করেনি জনসন। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকশো মামলা ঝুলছে তাদের নামে। তবে ২১০ কোটি টাকা জরিমানার বিরুদ্ধে শীর্ষ আদালতে আপিল করবে বলে জানিয়ে্ছে জনসন। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে সে কথা লিখেছে।