'জয় বাংলা' প্রকল্পে সবার জন্য ১০০০ টাকা পেনশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mar 03, 2020, 21:00 PM IST
1/5

কমলিকা সেনগুপ্ত : এবার থেকে সবার জন্য পেনশন। প্রকল্পের নাম 'জয় বাংলা'। কালিয়াগঞ্জের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

2/5

এবার থেকে যে কোনও জাত বা ধর্মের মানুষ যার পেনশন নেই, সে-ই এবার থেকে ১০০০ টাকা করে পেনশন পাবে।  

3/5

এই প্রকল্পের আওতায়, যে সব মানুষ বিভিন্ন  ক্ষেত্রে এতদিন ৬০০ টাকা পেতেন, তাঁরা এখন ১০০০ টাকা করে পাবেন।  

4/5

গোটা বিষয়টি এক ছাদের তলায় আনা হল আজ। সামগ্রিক বিষয়টি দেখবেন মুখ্যসচিব।

5/5

পাশাপাশি, এদিন কাটমানি রুখতে কর্মসাথী অ্যাপ আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, ব্যবসায় উৎসাহ দিতে কর্মসাথী প্রকল্পে ১ লাখ বেকারকে ২ লাখ টাকা করে সাহায্য দেবে সরকার।