Chhath: কৃত্রিম ছট ঘাট বানিয়ে পুজো, নজির গড়লেন জলপাইগুড়ির পুলিসকর্মীরা

Nov 10, 2021, 18:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে গত বছর থেকে ছটের আয়োজন ও উত্সবে কাটছাঁট হয়েছে। এবার করোনা আবহে কৃত্রিম উপায়ে ছট ঘাট বানিয়ে সূর্যদেবের আরাধনায় নজির গড়লেন জলপাইগুড়ি জেলার পুলিস কর্মীরা।   

2/5

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার পুলিস লাইনের কর্মী বাবলু বাসপোরের মাথাতে এই অভিনব চিন্তা আসে। করোনা পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকা যায়, সেই চিন্তাভাবনা থেকেই এই অভিনব উপায় বের করা। 

3/5

প্রসঙ্গত, পুলিস লাইনের কয়েকটি পরিবার প্রতি বছরই ছট পুজোয় শহরের বিভিন্ন ঘাটে অংশ নেয়। এবার সেই ঘাট তাঁরা নিজেরাই বানিয়ে নিলেন। 

4/5

সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে নিজের কোয়ার্টারের পাশেই মাটিতে প্রথমে একটি গর্ত খোঁড়েন। তারপর সেখানে প্লাস্টিকের উপরে জল ঢেলে কৃত্রিম উপায়ে ঘাট তৈরি করেন। 

5/5

সেখানেই তারপর সূর্যদেবের আরাধনায় মাতলেন পুলিস লাইনের পরিবারের সদস্যরা। যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে শহরে।