Jalpaiguri: অস্ত্র‌ নিয়ে গাড়ির শো-রুমের ভিতর! সিসিটিভিতে ধরা পড়ল ডাকাতদলের অপারেশনের ভয়ংকর ছবি

Jun 10, 2023, 14:31 PM IST
1/5

গাড়ির শো-রুমে ভয়ংকর ডাকাতি!

Jalpaiguri Car Showroom Dacoity

প্রদ্যুত্ দাস: সিকিউরিটি গার্ড‌কে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়ি‌র একটি গাড়ি‌র শো-রুমে। সিসিটিভি ক্যামেরাবন্দি সেই ছবি। শনিবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে জলপাইগুড়ি‌র অসম মোড় এলাকায়।

2/5

গাড়ির শো-রুমে ভয়ংকর ডাকাতি!

Jalpaiguri Car Showroom Dacoity

চার থেকে পাঁচজনের ডাকাত দলটি। বিভিন্ন অস্ত্র‌ নিয়ে শো-রুমে‌র ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। শো-রুমের ভিতরে ঢুকে সেখানে নিরাপত্তা‌র দায়িত্বে থাকা যুবক‌কে বেঁধে রেখে গোটা অপারেশন চালায় ডাকাত দলটি। 

3/5

গাড়ির শো-রুমে ভয়ংকর ডাকাতি!

Jalpaiguri Car Showroom Dacoity

শো-রুমে‌র কর্মী অনিরুদ্ধ সরকার বলেন, ডাকাত‌রা শো-রুমে‌র ভল্ট ভাঙারও চেষ্টা করে। তবে সে চেষ্টা ব‍্যর্থ হয়েছে। যদিও প্রায় ৫০ হাজার টাকা লুঠ করে নিয়ে গিয়েছে তারা। 

4/5

গাড়ির শো-রুমে ভয়ংকর ডাকাতি!

Jalpaiguri Car Showroom Dacoity

শো-রুমের ভিতরে থাকা কিছু গাড়ির‌ ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

5/5

গাড়ির শো-রুমে ভয়ংকর ডাকাতি!

Jalpaiguri Car Showroom Dacoity

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে‌ন তাঁরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।