প্রস্তুত ছিল বিরোধিতার মঞ্চ, কিন্তু শেষমেশ রাজ্যের তৈরি ভাষণই পাঠ রাজ্যপালের
Feb 07, 2020, 16:06 PM IST
1/8
কমলিকা সেনগুপ্ত :প্রস্তুত ছিলেন শাসকদলের বিধায়করা। রাজ্যপাল যদি বাজেট ভাষণে সরকারের সম্বন্ধে কোনও নেতিবাচক কোনও মন্তব্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই আসনে বসে তাঁর প্রতিবাদ করবেন বিধায়করা।
2/8
সেই জন্য NO NRC, NO CAA স্লোগান লেখা ব্যান্ড ও সংবিধান হাতে প্রস্তুত ছিলেন বিধায়করা। কিন্তু দেখা গেল, সেসব কিছু-ই কাজে লাগল না। রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ১৬ পাতার বক্তৃতা-ই পাঠ করলেন রাজ্যপাল দগদীপ ধনখড়।
photos
TRENDING NOW
3/8
যা ছিলেন বক্তৃতায়, তা-ই পড়েন রাজ্যপাল। রাজ্যের ভাষণ-ই পাঠ করলেন ধনখড়। স্থির ছিল, রাজ্য়পাল যদি 'অন্যরকম' কিছু বলেন, তাহলে প্রতিবাদ-বিক্ষোভ স্লোগান সবকিছুই হবে।
4/8
কিন্তু সেটা যেন শালীনতার সীমা না ছড়ায়, তাই ওয়েলে নামতে বারণ করা হয়েছিল বিধায়কদের। যা হবে, সবটা তৃণমূল বিধায়করা আসনে বসেই করবেন বলেই স্থির ছিল। তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে।
5/8
কিন্তু দেখা গেল, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে খাদ্য়সাথী নিয়ে রাজ্যের তৈরি ভাষণ-ই পাঠ করলেন রাজ্যপাল ধনখড়।
6/8
কন্যাশ্রী, সেফ ড্রাইভ সেফ লাইফ সহ রাজ্যের প্রতি প্রকল্প নিয়ে রাজ্যের তৈরি ভাষণ থেকে বক্তৃতায় দ্বিমত পোষণ করেননি ধনখড়।
7/8
শুধু তাই নয়। ভাষণে গত একবছরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও উল্লেখ করেন তিনি।
8/8
এমনকি CAA বিরোধিতায় রাজ্য সরকারের যে অবস্থান, ভাষণে সেটাই পাঠ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভাষণে স্পষ্ট ভাষায় লেখা ছিল, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরোধী রাজ্য।