অয়ন ঘোষাল: প্রথমে দর্পণ বিসর্জন। তারপর মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রাজ পরিবারের এই প্রজন্মের রানিমা অমৃতা রায়ের দেবী বরণ। এভাবেই শুরু হল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন পর্ব।
2/6
এই মূর্তির নাম রাজ রাজেশ্বরী। প্রতি ১৬ বছরে মূর্তির গড়ন পরিবর্তন হয় । এই দেবী কুমারী। তিনি ঘোটকরূপী সিংহের পিঠে সওয়ার হয়ে আসেন। 'কুমারী' প্রতিমার বিসর্জনের আগে রীতি অনুযায়ী দর্পণ বিসর্জন করা হয়।
photos
TRENDING NOW
3/6
রাজ পরিবারের বিসর্জন পর্ব শেষ হওয়ার পর শুরু হয় বাড়ির ঠাকুর ও বারোয়ারি পুজোর ঘট বিসর্জন।
4/6
মেহগনি কাঠের পাল্কিতে নিয়ে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঘটকে। যাকে বলা হয় 'ছোট মা'। কাঁঠাল তলা বারোয়ারির ঘট বিসর্জন।
5/6
ঘট বিসর্জন উপলক্ষে পোস্ট অফিস মোড়ে লাখো মানুষের ঢল।
6/6
কৃষ্ণনগর শহরে বিগত আড়াইশো বছর ধরে চলে আসছে এই প্রথা।