Weather Update: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, চলবে শুক্রবার পর্যন্ত
Jan 09, 2022, 23:32 PM IST
1/5
করোনার আতঙ্কের মধ্যেই এবার শীতে বৃষ্টির ভ্রুকূটি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারত ও উত্তর ভারতে চলছে বৃষ্টি। তারই প্রভাব সোমবার থেকে টানা বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।
2/5
আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। চলবে ১৪ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
photos
TRENDING NOW
3/5
এতে শীতের দাপট খানিকটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। অসময়ের এই বৃষ্টিতে ফসলেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা কৃষকদের।
4/5
এদিকে, গতকালের তুলনায় রবিবার ঠান্ডা কমল খানিকটা। সকালে কুয়াশা থাকলেও বেলায় আকাশ একেবারেই মেঘমুক্ত হয়ে যায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
5/5
পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টি হতে পারে গঙ্গা সন্নিহিত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। চলবে শুক্রবার পর্যন্ত। উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে।