ISRO 100th Mission: মহাকাশে শততম সফল উৎক্ষেপণ, নতুন রেকর্ড ভারতের! সেঞ্চুরি ইসরোর...

ISRO Launched GSLV-F15:  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য সত্যি এটি বড় মাইল ফলক কারণ এটা শ্রীহরিকোটা থেকে ইসরোর শততম উৎক্ষেপণ। পাশাপাশি নতুন রেকর্ড তৈরি করল ইসরো। এনভিএস-০২ স্যাটেলাইটের ওজন প্রায় ২২৫০ কেজি। 

Jan 29, 2025, 12:26 PM IST
1/6

নয়া পালক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধের ভোরে ভারতের মুকুটে জুড়ল নয়া পালক। নতুন বছরে প্রথম মাসের শেষেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) গড়ল আরও এক ইতিহাস। 

2/6

লঞ্চপ্যাড

বুধবার সকাল ৬ টা ২৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে জিএসএলভি এফ ১৫-র (জিয়োসিঙ্ক্রোনাইস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) উৎক্ষেপণ করা হল। 

3/6

এনভিএস-০২ নেভিগেশন

রকেটের পিঠে আছে এনভিএস-০২ নেভিগেশন স্যাটেলাইট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য সত্যি এটি বড় মাইল ফলক কারণ এটা শ্রীহরিকোটা থেকে ইসরোর শততম উৎক্ষেপণ।

4/6

নতুন রেকর্ড

পাশাপাশি নতুন রেকর্ড তৈরি করল ইসরো। এনভিএস-০২ স্যাটেলাইটের ওজন প্রায় ২২৫০ কেজি। 

5/6

জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট

মাত্র ২০ মিনিটের মধ্যে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও) বা স্থায়ী কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয় জিএসএলভি এফ-১৫।

6/6

নিখুঁত অবস্থান

এনভিএস-০২ গুরুত্বপূর্ণ কারণ এই স্যাটেলাইটের মাধ্যমে ভারত থেকে নিখুঁত অবস্থান, গতিবেগ বোঝা যাবে।