করোনার প্রতিষেধক করেই ফেলেছে ইজরায়েল! এবার শুধু পেটেন্ট খোঁজার পালা
May 05, 2020, 18:36 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের খুব কাছে পৌঁছে গিয়েছে ইজরায়েল। সে দেশের বায়োলজিক্যাল গবেষণা কেন্দ্র করোনা প্রতিষেধক আবিষ্কারে উল্লেখযোগ্য অগ্রগতির মুখ দেখেছে।
2/7
এখনই তাঁরা অধিকসংখ্যক রোগীর উপর তা প্রয়োগ করতে চান। এমনটাই জানিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নাফটেল বেনেট।
photos
TRENDING NOW
3/7
সোমবারই প্রধানমন্ত্রী দফতরের তত্ত্বাবধানে থাকা ইনস্টিটিউট অব বায়োলোজিক্যাল রিসার্চের গবেষণাগারে গিয়েছিলেন বেনেট। তারপরই তার দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে মানব শরীরের মধ্যেই করোনাভাইরাসকে খতম করতে সক্ষম, এমন একটি মনোক্লোনাল অ্যান্টিবডি প্রায় বানিয়ে ফেলেছেন তাঁরা।
4/7
খুব সম্প্রতিই তাঁরা ব্যাবসায়িক ভাবে এই অ্যান্টিবডি প্রস্তুত করবেন। বেনেট এবিষয়ে জানিয়েছেন, তিনি খুব গর্বিত গবেষকদের এই অসাধারণ কাজের জন্য। তবে প্রতিরক্ষা মন্ত্রকের এই বিবৃতি থেকে স্পষ্ট নয় যে আদৌ এই অ্যান্টিবডি মানুষের উপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে কিনা।
5/7
ইজরায়েলের এই গবেষণাগার প্রধানমন্ত্রী দফতরের তত্ত্বাবধানে থাকলেও মূলত প্রতিরক্ষা মন্ত্রক এটি নিয়ন্ত্রণ করে। জাপান থেকে অতিশীতল অবস্থায় করোনাভাইরাসের নমুনা নিয়ে এসে এই গবেষণাগারে চলছিল প্রতিষেধক তৈরির কাজ।
6/7
কয়েকদিন আগে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল বিশ্ববিখ্যাত এই গবেষণাগারে ৫০ জন বিজ্ঞানী করোনা প্রতিষেধক আবিষ্কারের জন্য কাজ করছেন। কিন্তু প্রতিষেধক আবিষ্কারের উল্লেখযোগ্য অবস্থান বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন বেনেট তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
7/7
অনেক সংস্থাই এর আগে করোনার চিকিৎসা ব্যাবস্থা আবিষ্কারের কথা বললেও সুফল মেলেনি এখনও। অন্য দিকে হুহু করে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। যার জেরে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৫২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ছাড়িয়েছে।