ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচানোর টেস্টে মাইলস্টোনের সামনে ইশান্ত-মায়াঙ্ক!

Feb 28, 2020, 11:40 AM IST
1/5

শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটনে প্রথম টেস্টে হারের পর ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া। দুই টেস্টের সিরিজে ক্রাইস্টচার্চে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া কোহলির দল।

2/5

জেট ল্যাগ কাটতে না কাটতেই ওয়েলিংটনে প্রথম টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।  শনিবার থেকে শুরু হতে চলা ক্রাইস্টচার্চ টেস্টে আর তিনটে উইকেট তুলে নিতে পারলেই ৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যাবেন ভারতীয় পেসার। 

3/5

এখন পর্যন্ত ৯৭ টি টেস্ট খেলেছেন ইশান্ত শর্মা। নিয়েছেন ২৯৭টি উইকেট। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়বেন।

4/5

ইশান্তের পাশাপাশি ক্রাইস্টচার্চে মাইলস্টোনের হাতছানি ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের। আর ৩৬ রান করলেই টেস্টে হাজার রান পূর্ণ করবেন মায়াঙ্ক।

5/5

১০টি টেস্টে ১৫ টি ইনিংসে ৯৬৪ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল।  ক্রাইস্টচার্চে ৩৬ রান করেই দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্টে ১০০০ রান করবেন মায়াঙ্ক। ১৪ ইনিংসে ১০০০ রান করেছিলেন বিনোদ কাম্বলি।