প্রেমিক সেলিম করিমের সঙ্গে বাগদান সারলেন পাক অভিনেত্রী মাহিরা?

May 02, 2019, 20:42 PM IST
1/9

এর আগে রণবীর কাপুরের সঙ্গে পাক অভিনেত্রী মাহিরা খানের সম্পর্কে জড়ানো নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এই বিষয়টি গুজব বলেই উড়িয়েছিলেন তাঁরা। 

2/9

তবে বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল, রইস অভিনেত্রী নাকি ফের একবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। 

3/9

এসব খবরের মাঝেই প্রেমিক সেলিম করিমের সঙ্গে মাহিরা খানের বাগদান সারার খবর শোনা যাচ্ছে। 

4/9

শোনা যাচ্ছে তুরস্কে বিশেষ একটি অনুষ্ঠানের মাধ্যমে সেলিম করিমের সঙ্গে বাগদান সেরেছেন মাহিরা। সেলিম করিমের হাতে হাত রেখে এই নাচের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাহিরা।

5/9

জানা যাচ্ছে, সেলিম করিম ও মাহিরার বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিল তাঁদের পরিবারের সদস্যরা। 

6/9

জানা যাচ্ছে সেলিম করিম সিমপায়সা বলে একটি নেটওয়ার্কিং সংস্থার কর্ণধার। 

7/9

এর আগে ২০০৭ সালে আলি আসগরিকে বিয়ে করেছিলেন মাহিরা। তবে দীর্ঘ ৮ বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। 

8/9

আলি আসগরি ও মাহিরা খানে এক পুত্র সন্তানও রয়েছে, নাম আজলান।

9/9

জানা যায়, মাহিরা খানের বাবা হাফিজ খান জন্ম ছিলেন দিল্লিতেই। দেশ ভাগের পর তিনি পাকিস্তানের করাচিতে গিয়ে বসবাস শুরু করেন।