IPL 2023: ছবিতে দেখে নিন ২০০৮-২০২২ পর্যন্ত চ্যাম্পিয়নের তালিকা
গত ১৫ বছর আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার ট্রফি হাতে তুলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এরপরেই দুই নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মোট চারবার জয়ী হওয়ার স্বাদ পেয়েছে সিএসকে। ২০১২ ও ২১০৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
সব্যসাচী বাগচী
দেখতে দেখতে কেটে গেল ১৫টা বছর। একাধিক বিতর্কের মধ্যেও আইপিএল (IPL) কলার তুলে ক্রিকেট দুনিয়াতে রাজত্ব করছে। এই মুহূর্তে বিশ্বে একাধিক টি-টোয়েন্টি লিগ রমরমিয়ে চললেও, আইপিএল-কে ঘিরে আগ্রহ তুঙ্গে থাকে। এমন প্রেক্ষাপটে ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ষষ্ঠদশ আইপিএল (IPL 2023)। কোভিডের (Covid 19) বাধা পেরিয়ে ফের হোম অ্যান্ড অ্যাওয়ের সেই পুরনো ফরম্যাটে ফিরছে ক্রোড়পতি লিগ।
গত ১৫ বছর আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার ট্রফি হাতে তুলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এরপরেই দুই নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মোট চারবার জয়ী হওয়ার স্বাদ পেয়েছে সিএসকে (CSK)। ২০১২ ও ২১০৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর পাশাপাশি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), ডেকান চার্জার্স (Deccan Chargers), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans) একবার করে ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। এবার কি আসন্ন আইপিএল-এ নতুন জয়ী দলকে দেখা যাবে? সেটাই দেখার বিষয়।