IPL 2023: অমিত মিশ্রা থেকে বালাজি, যুবরাজ থেকে চাহাল, ছবিতে দেখে নিন হ্যাটট্রিক করা ভারতীয়দের তালিকা
পরিসংখ্যান থেকেই প্রমাণিত আইপিএল-এ বোলাররাও কতটা কার্যকরী ভূমিকা পালন করেছেন। ৩১ মার্চ থেকে শুরু হবে ষষ্ঠদশ আইপিএল (IPL 2023)। সেখানে হ্য়াটট্রিক দেখা যাবে কিনা সেটা তো সময় বলবে। এর আগে দেখে নিন আইপিএল-এ ইতিহাসে ভারতীয়দের গড়া ১৫টি হ্যাটট্রিক।
সব্যসাচী বাগচী
আইপিল (IPL) মানেই রেকর্ডের ছড়াছড়ি। বিগত ১৫ বছরের ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে ক্রোড়পতি লিগ। টি-টিয়েন্টি ক্রিকেট শুধুই ব্যাটারদের খেলা। এখানে শুধুই চার-ছক্কা হইহই! তবে বোলাররাও পিছিয়ে নেই। গত ১৫টি মরসুমে ভারতীয় বোলারদের মধ্যে মাধ্যমে ১৫বার হ্যাটট্রিক দেখা গিয়েছে। এরমধ্যে সবচেয়ে সফল হলেন অমিত মিশ্র (Amit Mishra) ও যুবরাজ সিং (Yuvraj Singh)। এরমধ্যে অমিত মিশ্র তিনবার ও যুবি দু'বার হ্যাটট্রিক করে নজির গড়েছেন। দেখে নিন সেই তালিকা। তাঁদের মধ্যে ১১জন আবার ভারতীয়। ছবিতে দেখে নিন তাঁদের কীর্তি।
এই পরিসংখ্যান থেকেই প্রমাণিত আইপিএল-এ বোলাররাও কতটা কার্যকরী ভূমিকা পালন করেছেন। ৩১ মার্চ থেকে শুরু হবে ষষ্ঠদশ আইপিএল (IPL 2023)। সেখানে হ্য়াটট্রিক দেখা যাবে কিনা সেটা তো সময় বলবে। এর আগে দেখে নিন আইপিএল-এ ইতিহাসে ভারতীয়দের গড়া ১৫টি হ্যাটট্রিক।