IPL 2020: এবারের আইপিএলে কোন কোচের, কত বেতন , জেনে নিন

Sep 29, 2020, 20:51 PM IST
1/10

করোনা কালে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। দর্শকশূন্য স্টেডিয়ামে ইতিমধ্যেই জমে উঠেছে ব্যাট-বলের ব্যাটেল।

2/10

ক্রিকেটার নির্বাচন থেকে দল গঠণ এমনকী প্রথম এগারো তৈরি পাশাপাশি ম্যাচের ব্লু প্রিন্ট তৈরি করা অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করেই পরিকল্পনা করেন বিভিন্ন দলের হেড কোচেরা।  আইপিএলের কোচদের বেতনও আকাশছোঁয়া।    

3/10

চেন্নাই সুপার কিংস দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিংয়ের বেতন ৩.৪ কোটি টাকা। 

4/10

কলকাতা নাইট রাইডার্সের কোচিংয়ের দায়িত্বে প্রাক্তন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। ম্যাকালামের বেতনও ফ্লেমিংয়ের মতোই ৩.৪ কোটি টাকা।

5/10

মুম্বই ইন্ডিয়ানস দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে।  তাঁর বেতন ২.২৫ কোটি টাকা। 

6/10

সানরাইজার্স হায়দরাবাদের কোচিংয়ের দায়িত্বে এবার ট্রেভর বেলিস।  তিনিও পান জয়বর্ধনের মতোই ২.২৫ কোটি টাকা।

7/10

দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিংয়ের বেতন ৩.৪ কোটি টাকা।    

8/10

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবার রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে।  তাঁর বেতনও ৩.৪ কোটি টাকা। 

9/10

বিরাট কোহলিদের কোচ সাইমন কাটিচ।  রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচের বেতন ৪ কোটি টাকা।

10/10

আইপিএলের একমাত্র ভারতীয় কোচ অনিল কুম্বলে।  কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচের বেতন ৪ কোটি টাকা।