IPL 2020: লিগ প্রায় শেষ ধোনিদের, প্লে-অফের আশায় রাজস্থান

Oct 20, 2020, 13:28 PM IST
1/5

রাজস্থান রয়্যালসের কাছে হেরে অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার যে টুকু আশা ছিল তা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল চেন্নাইয়ের। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিলে লিগের লাস্ট বয় সিএসকে।

2/5

৭ উইকেটে সিএসকে-কে হারিয়ে আমিরশাহি আইপিএলে প্লে-অফের আশা জিইয়ে রাখল রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল রাজস্থান।  

3/5

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে দিল্লি ক্যাপিটালস। দুয়ে মুম্বই আর তিনে আরসিবি। দুই দলেরই পয়েন্ট ১২। চার নম্বরে কেকেআর। পয়েন্ট ১০।

4/5

৯ ম্যাচ শেষে ৫২৫ রান করে আইপিএলে কমলা টুপির মালিক সেই কিংস ইলেভেন পঞ্জাবের কেএল রাহুল। ব্যাটিং গড় ৭৫।

5/5

 ৯ ম্যাচে ১৯ উইকেট নিয়ে বেগুনি টুপির মালির কাগিসো রাবাদা।