IPL 2020: আজ মেগা ফাইনালে মুখোমুখি MI-DC; কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন

Nov 10, 2020, 14:35 PM IST
1/5

১০ নভেম্বর ২০২০ আজ আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস। প্রথমবার ফাইনালে দিল্লি। আজ খেতাব জিতলেই ইতিহাস গড়বে ক্যাপিটালস। অন্যদিকে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে। এবার জিতলে পঞ্চমবার আইপিএল ট্রফি ঘরে তুলবে মুম্বই ইন্ডিয়ানস।  

2/5

আজ কোথায় হবে মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনাল ম্যাচটি? মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস আইপিএল ফাইনাল ম্যাচটি হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

3/5

কখন শুরু MI বনাম DC মেগা ফাইনাল ম্যাচ? ভারতীয় সময় সন্ধে ৭:৩০-এ শুরু হবে আইপিএলের মেগা ফাইনাল ম্যাচ। টস হবে ভারতীয় সময় সন্ধে সাতটায়।

4/5

কোথায় দেখবেন আইপিএলের ফাইনাল ম্যাচটি? ভারতে আইপিএল ফাইনালের  সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।  

5/5

মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন? মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+Hotstar-এ।