IPL 2019: লিগ পর্ব শেষে কমলা টুপি ওয়ার্নারের, বেগুনি টুপি রাবাদার

| May 06, 2019, 12:38 PM IST
1/10

1

২০১৯ সালের লিগ পর্ব শেষে প্লে-অফে পৌঁছে গিয়েছে মুম্বই, চেন্নাই, দিল্লি এবং হায়দরাবাদ।

2/10

2

অরেঞ্জ ক্যাপ: ১২ ম্যাচ খেলে দেশে ফিরলেও এখন পর্যন্ত এবারের আইপিএলে সব থেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার৷ ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৬৯২ রান৷

3/10

3

পার্পেল ক্যাপ: ১২ ম্যাচে ২৫টি উইকেট নিয়ে এবারের আইপিএলের পার্পেল ক্যাপের মালিক আপাতত দিল্লির কাগিসো রাবাদা৷ যদিও চোটের কারণে ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন প্রোটিয়া পেসার৷

4/10

4

এবারের আইপিএলে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কেকেআর-এর আন্দ্রে রাসেল৷ তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ৫২টি।

5/10

5

এবারের আইপিএলে সব থেকে বেশি চার মেরেছেন দিল্লির শিখর ধাওয়ান (৫৮টি)।  

6/10

6

দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন মুম্বইয়ের হার্দিক পান্ডিয়া(১৭ বলে)৷ 

7/10

7

দ্রুততম সেঞ্চুরি করেছেন হায়দরাবাদের জনি বেয়ারস্টো (৫২ বলে)৷

8/10

8

এবারের আইপিএলে সব থেকে বড় ছক্কা মেরেছেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি (১১১ মিটার)৷

9/10

9

এবারের আইপিএলের সেরা স্ট্রাইক রেট কলকাতার আন্দ্রে রাসেলের (২০৪.৮১)৷

10/10

10

সেরা বোলিং মুম্বইয়ের আলজারি জোসেফের৷ তিনি ১২ রান দিয়ে ৬টি উইকেট নেন।