ফোনটিতে দুটি লেন্স থাকবে বলেও শোনা যাচ্ছে।
ছবি সৌজন্যে: স্ল্যাশগিয়ার (SlashGear)
2/8
ফোনের সঙ্গে আপনি পছন্দ মতো ডিজাইন কেসও পাবেন বলে শোনা যাচ্ছে।
ছবি সৌজন্যে: স্ল্যাশগিয়ার (SlashGear)
photos
TRENDING NOW
3/8
আশা করা হচ্ছে সিলভার মেটাল রিমে নতুন আইফোন ৮ আসতে চলেছে।
ছবি সৌজন্যে: কার্ভড (Carved)
4/8
ফোনের মাপ বোঝার জন্য আইফোনে ৮-র ডামি এবং আইফোন ৫ এস ফোন দুটিকে পাশাপাশি রাখা হয়েছে।
ছবি সৌজন্যে: কার্ভড (Carved)
5/8
আইফোন ৮-র ফাঁস হওয়া এই ছবি দেখেই বোঝা যায়, ফোনের একেবারে নিচেই থাকছে লাইটনিং কানেকটর।
ছবি সৌজন্যে: কার্ভড (Carved)
6/8
আইফোন ৮-এ বেশ কিছু পরিবর্তন আনতে পারে অ্যাপেল। ফোনটি পোট্রেট মোডে থাকলেও ফোনের ক্যামেরার লেন্স ভার্টিকাল মোডে থাকে। ফলে, ল্যান্ডস্কেপ মোডে অসাধারণ ছবি তোলা যায়।
ছবি সৌজন্যে: কার্ভড (Carved)
7/8
শোনা যাচ্ছে, আইফোন ৮-এ আইফোনের হোম বাটনের জায়গা পরিবর্তন হয়ে যেতে পারে।
ছবি সৌজন্যে: কার্ভড (Carved)
8/8
সেপ্টেম্বরে নতুন ৩টি ফোন লঞ্চ করার পরিকল্পনায় রয়েছে অ্যাপেল। ৪.৭ ইঞ্চির আইফোন ৭ এস, ৫.৫ ইঞ্চির আইফোন ৭ প্লাস এবং ৫.৮ ইঞ্চির আইফোন ৮। আইফোন ৮-এ এজ-টু-এজ ডিসপ্লে ফিচার্স থাকবে। অর্থাত্, এর ডিসপ্লে বেশ বড়ই হবে।
ছবি সৌজন্যে: আইড্রপ নিউজ (iDrop news)