1/5
তিনটি ভার্সান এদিন লঞ্চ হয়েছে
2/5
iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Max
photos
TRENDING NOW
3/5
iPhone 11
iPhone 11-এর সঙ্গে বাকি দুই সংস্করণের লক্ষ্যণীয় পার্থক্য হল ক্যামেরা সেটআপ। iPhone 11, অর্থাত্ বেস ভার্সানে থাকছে ১২+১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। অন্যদিকে বাকি দুই ভার্সানে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। iPhone 11-এ থাকছে ৬.১ ইঞ্চি এলসিডি লিক্যুইড রেটিনা ডিসপ্লে। ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 11-এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৫০,০০০ টাকা) থেকে। ভারতে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ৬৪,৯০০ টাকা থেকে।
4/5
iPhone 11 Pro
iPhone 11 Pro-এ থাকছে ১২+১২+১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। iPhone 11-এ থাকছে ৫.৮ ইঞ্চি ওএলইডি সুপার রেটিনা ডিসপ্লে। ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 11 Pro-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৭১,৬৫০ টাকা) থেকে। ভারতে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ৯৯,৯০০ টাকা থেকে।
5/5
iPhone 11 Pro Max
iPhone 11 Pro Max-এ থাকছে ১২+১২+১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। থাকছে ৬.৫ ইঞ্চি ওএলইডি সুপার রেটিনা ডিসপ্লে। ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 11 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১,০৯৯ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৭৮,৮১৭ টাকা) থেকে। ভারতে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ১,০৯,৯০০ টাকা থেকে।
photos