'প্রকৃতি শান্ত হও' থিমে জগন্নাথ দেবকে সাজালেন ইন্দ্রাণী হালদার

Jul 12, 2021, 12:45 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: আজ রথযাত্রায জগন্নাথ দেবের আরাধনা শুরু হয়েছে সেই সকাল থেকেই। বাড়িতেই ছোট করে এবার পুজো সারলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)।

2/8

করোনা আবহে কাজ হারা হয়েছেন বহু মানুষ, তৃতীয় ঢেউ আসছে, তাই সকলে যাতে সুস্থ থাকেন,  ভাল থাকেন সেই প্রার্থনা করলেন অভিনেতা (Indrani Haldar)।

3/8

সাত বছর ধরে এই পুজো হয়ে আসছে তাঁর বাড়িতে। প্রচুর মানুষ এদিন ভিড় জমান, এই বছর করোনা আবহ তাই ঘরোয়া আবহেই পুজোর আয়োজন করলেন অভিনেতা।

4/8

হলুদ শাড়িতে সেজেছেন ইন্দ্রাণী হালদার। ঠাকুরকে সাজিয়েছেন ফুল ও পাতা দিয়ে। এই বছর পুজোর থিম 'প্রকৃতি'।

5/8

'প্রকৃতি শান্ত হও', এই আর্তি রাখলেন ঠাকুরের কাছে। বিধ্বস্ত বাংলায় যাঁরা সর্বহারা তাঁদের সহায় হন জগন্নাথ দেব, আশা ইন্দ্রাণীর।

6/8

আজ শুটিং নয়, পরিবারের সঙ্গেই কাটাবেন ছোটপর্দার 'শ্রীময়ী'।

7/8

নিজের হাতে সাজিয়েছেন প্রাণের ঠাকুরকে। ভোগ দিয়েছেন পোলাও, পনির, ফুলকপির তরকারি, পাঁচ রকম ভাজা, চাটনি, পাপড়, মালপোয়া, রাবড়ি, মিষ্টি।

8/8

'জয় জগন্নাথ' বলে উঠলেন অভিনেতা, সকলের জন্য় প্রার্থনা করলেন ইন্দ্রাণী (Indrani Haldar), জি ২৪ ঘণ্টার সব দর্শকদের জানালেন শুভেচ্ছা।