অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

| Dec 03, 2018, 16:03 PM IST
1/7

1

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# অস্ট্রেলিয়া সফরে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে মোট ৪৪টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ৫টি টেস্টে জিতেছে ভারতীয় দল।

2/7

2

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# মেলবোর্ন, ১৯৭৭ : এমসিজিতে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ২২২ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ডেনিস লিলি, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেলহীন অস্ট্রেলিয়াকে হারায় গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহিন্দর অমরনাথ, চন্দ্রশেখররা। দুই ইনিংসেই ৬টি করে উইকেট নিয়েছিলেন ভাগবত চন্দ্রশেখর। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাসকর।  

3/7

3

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# সিডনি ১৯৭৮ : এমসিজিতে তৃতীয় টেস্ট জেতার পর সিডনিতে চতুর্থ টেস্ট জিতে সিরিজ ড্র করে ফেরেন গাভাসকররা। বিষেন সিং বেদীর দুরন্ত বোলিংয়ে ১৩১ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ভারত প্রথম ইনিংসে ৩৯৬ রান তোলে। দ্বিতীয় ইনিংসে প্রসন্ন-চন্দ্রশেখর-বেদী স্পিনার ত্রয়ী ২৬৩ রানে অল আউট করে দেয় অজিদের। ইনিংস ২ রানে টেস্ট জিতে নেয় ভারত।  

4/7

4

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# মেলবোর্ন, ১৯৮১ :  মেলবোর্নে ফের টেস্ট জেতে ভারত ১৯৮১ সালে। প্রথম ইনিংসে ২৩৭ রানে অল আউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া প্রথমইনিংসে করে ৪১৯ রান। ১৮২ রানের লিড নিয়ে নেয় অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গাভাসকার এবং চৌহান মিলে ওপেনিংয়ে ১৬৫ রান তোলে। তারপরেই লিলির বলে গাভাসকারকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। খারাপ আম্পায়ারিংয়ের প্রতিবাদে তারপরেই চৌহানকে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান সুনীল গাভাসকার। পরে অবশ্য টিম ম্যানেজার সেলিম দুরানি কথা বলে পরিস্থিতি সামাল দেন। শেষপর্যন্ত ৩২৪ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ভারত। এরপর টেস্টের পঞ্চম দিনে কপিল দেব ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৮৩ রানে অল আউট করে দেয় ভারত। ৫৯ রানে মেলবোর্ন টেস্ট জিতে নেয় ভারত।  

5/7

5

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# অ্যাডিলেড, ২০০৩ :  ১৯৮১ সালে মেলবোর্নে টেস্ট জেতার পর ফের অস্ট্রেলিয়ার মাটিতে আবার ২০০৩ সালের ডিসেম্বরে টেস্ট ম্যাচ জেতে ভারত। রিকি পন্টিংয়ের ডাবল সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলে। জবাবে রাহুল দ্রাবিড়ের ২৩৩ এবং লক্ষ্ণণের ১৪৮ রানের সৌজন্যে ভারত ৫২৩ রান তোলে। এরপর অজিত আগারকরের দুরন্ত বোলিংয়ে ১৯৬ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। রাহুল দ্রাবিড়ের অপরাজিত ৭২ রানে ভর করে ২৩০ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

6/7

6

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# ওয়াকা, ২০০৮ : সিডনিতে 'মাঙ্কি-গেট' বিতর্ক মিটিয়ে ওয়াকায় সিরিজের তৃতীয় টেস্টে জয় পায় ভারত। প্রথম ইনিংসে ৩৩০ রান তোলে ভারত। এরপর অস্ট্রেলিয়া ২১২ রান তোলে প্রথম ইনিংসে। ১১৮ রানের লিড পেয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ৪১৩ রানের টার্গেট দেয় ভারত। ৭২ রানে টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া।

7/7

7

অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়গুলি বিরাটদের অনুপ্রেরণা হতে পারে ...

# টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারত অ্যাডিলেডে বৃহস্পতিবার থেকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে।