সেনার টুপিতে রাজনীতি করছেন ধোনিরা! আইসিসিকে নালিশের হুঁশিয়ারি পাকিস্তানের

| Mar 09, 2019, 16:20 PM IST
1/5

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

সেনাবাহিনীকে শ্রদ্ধাজ্ঞাপনে অনন্য উদ্যোগ নিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্য়াচে ধোনি-কোহলিরা আর্মি ক্য়াপ পরে মাঠে নেমেছিলেন। ক্রিকেট বিশ্বের অনেকেই কোহলিদের এমন উদ্য়োগ নিয়ে প্রশংসা করেছেন। একমাত্র প্রতিবাদ জানাল এবার পাকিস্তান। 

2/5

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

পাকিস্তানের তথ্য-সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধরি কোহলিদের এমন উদ্যোগে রাজনীতির গন্ধ পেয়েছেন। তিনি বলছেন, ক্রিকেট ও রাজনীতি এক করেছে ভারতীয় দল। তাই অবিলম্বে ভারতীয় ক্রিকেটারদের শাস্তির দাবি তুলেছেন তিনি। 

3/5

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

ফাওয়াদ চৌধরি টুইটে লিখেছেন, এটা কখনওই ক্রিকেট হতে পারে না। জেন্টলম্যানস গেম নিয়ে রাজনীতি করায় আইসিসি পদক্ষেপ নেবে বলে আশা করি। ভারতীয় দল এমন কাজ বন্ধ করুক। না হল এবার পাকিস্তান দল হাতে কালো ব্যাজ পরে নামবে। কাশ্মীরে ভারতের অত্যাচার বিশ্বকে জানানোর জন্য। পিসিবি বলব, এই নিয়ে যেন অভিযোগ দায়ের করা হয়। “It’s just not Cricket”, I hope ICC ll take action for politicising Gentleman’s game ... if Indian Cricket team ll not be stopped, Pak Cricket team should wear black bands to remind The World about Indian atrocities in Kashmir... I urge #PCB to lodge formal protest pic.twitter.com/GoCHM9aQqm — Ch Fawad Hussain (@fawadchaudhry) March 8, 2019

4/5

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

জানা গিয়েছে, ইতিমধ্যে আইসিসির কাছে নালিশের জন্য ভাবনা-চিন্তা শুরু করেছে পিসিবি। 

5/5

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

সেনার টুপিতে ধোনিরা, প্রতিবাদ পাকিস্তানের

রাঁচিতে ভারতীয় দলের ক্রিকেটাররা সেনাবাহিনীর টুপি পরে নামার পাশাপাশি পুলওয়ামায় শহীদ পরিবারের পাশে থাকতে এই ম্যাচের পারিশ্রমিক সেনা তহবিল তুলে দিয়েছেন।