WhatsApp-এই জেনে নিন আপনার ট্রেন এখন কোথায়!

Jul 24, 2018, 18:41 PM IST
1/6

1

1

এ বার WhatsApp-এর মাধ্যমেই জেনে নিতে পারবেন কোথায় আছে কোন ট্রেন! যাত্রী সুবিধায় অবিশ্বাস্য এই পরিষেবা চালু করল ভারতীয় রেল।

2/6

2

2

যাত্রীদের এই পরিষেবা দিতে MakeMyTrip-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রেল বোর্ড। এ বার জেনে নেওয়া যাক, WhatsApp-এর মাধ্যমে ট্রেনের অবস্থান জানার পদ্ধতি-

3/6

3

3

প্রথমেই নিজের স্মার্টফোনে সেভ করুন এই মোবাইল নম্বরটি: ৭৩৪৯৩৮৯১০৪। এবার আপনি যে ট্রেনটির সম্পর্কে জানতে চাইছেন, সেটির নম্বর ৭৩৪৯৩৮৯১০৪ নম্বরে WhatsApp করুন।

4/6

4

4

মেসেজ পাঠিয়ে কয়েক মুহূর্ত অপেক্ষা করুন। আপনার মেসেজ ডেলিভার্ড হওয়ার ১০ সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রশ্নের যাবতীয় উত্তর। অর্থাত্, ট্রেনটির বর্তমান অবস্থান, গন্তব্যে পৌঁছানোর সময় ইত্যাদি।

5/6

5

5

যেমন, ৭৩৪৯৩৮৯১০৪ নম্বরে WhatsApp করুন 13187 Maa Tara Express (মা তারা এক্সপ্রেস) আর পেয়ে যান ট্রেনটির সম্পর্কে যাবতীয় তথ্য।

6/6

6

6

ভারতীয় রেলের এই ব্যবস্থার ফলে, যাত্রী সাধারণের দীর্ঘদিনের সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।