১.৪ লক্ষ শূন্যপদে নিয়োগ পরীক্ষা রেলের, জেনে নিন তারিখ ও কোভিড বিধি

Dec 11, 2020, 21:39 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবার বিভিন্ন পদের জন্য পরীক্ষা নিতে চলেছে রেল। ১৫ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। করোনা অতিমারীর কারণে থমকে গিয়েছিল পরীক্ষা। 

2/5

একাধিক পদের জন্য দেশজুড়ে ২.৪৪ কোটি পরীক্ষার্থীর যোগ্যতা যাচাই করবে railway recruitment boards। ১.৪ লক্ষ শূন্যপদের জন্য আবেদন করেছেন ২.৪৪ কোটি চাকরিপ্রার্থী।   

3/5

কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধি মানতে হবে চাকরিপ্রার্থীদের। পরীক্ষাহলে ঢোকার আগে মাপা হবে তাপমাত্রা। নির্ধারিত সীমার চেয়ে বেশি হলে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষাহলে মাস্ক বাধ্যতামূলক। 

4/5

পরীক্ষাহলে ঢোকার আগে কোভিড-১৯ সেল্ফ ডিক্লারেশন বা ঘোষণাপত্র দিতে হবে পরীক্ষার্থীদের। তা না দিলে ঢুকতে পারবেন না। ওই ঘোষণাপত্রে পরীক্ষার্থীদের জানাতে হবে, তাঁরা করোনা পরীক্ষা করিয়েছেন। কোভিড আক্রান্ত নন। 

5/5

বিপুল আবেদনকারী থাকায় তিনটি ধাপে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। দেশজুড়ে প্রস্তুতি নিয়েছে রেল। করোনা অতিমারীর কারণে থমকে গিয়েছিল পরীক্ষা। মন্ত্রকের চাকরিতে পরীক্ষা হবে ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ২৮ ডিসেম্বর হবে নন টেকনিক্যাল পদের পরীক্ষা। তা চলবে মার্চ পর্যন্ত। সিবিটি স্তরের নিয়োগ পরীক্ষা শুরু আগামী বছর এপ্রিলে। তা চলবে জুন পর্যন্ত।