1/6
2/6
photos
TRENDING NOW
3/6
সেনার ব্রিগেডিয়ার সুমেশ শেঠ জানান, 'কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কাশ্মীরবাসী তথা দেশবাসীর পাশে আছি। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করব। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আইসিইউ বেড, এইচডিইউ, এক্স রে ও ল্যাবরেটরি সম্পন্ন এই হাসপাতাল গড়ে তোলা সম্ভব হয়েছে। হাসপাতালে ভর্তি হতে কোনো জটিল উপায় রাখা হয়নি।' পরবর্তীতে এখানে একটি অক্সিজেন প্ল্যান্টও গড়ে তোলা হবে বলে জানান তিনি।
4/6
২০টি ICU বেড ও ২১০টি ক্রিটিক্যাল কেয়ার শয্যবিশিষ্ট এই হাসপাতাল কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থার উন্নতিতে কিছুটা গতি আনল। নিত্যদিন প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)। হাসপাতালের উপর ক্রমেই রোগীর চাপ বাড়ছে। সেনাদের তৈরি এই হাসপাতাল সেই চাপ অনেকটা কমাল বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর।
5/6
6/6
photos