তিনদিনেই শেষ ইন্দৌর টেস্ট! কোহলির ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ

Nov 16, 2019, 15:50 PM IST
1/5

ইন্দৌরে জিতল ভারত

ইন্দৌরে জিতল ভারত

তিনদিনেই শেষ হয়ে গেল ইন্দৌর টেস্ট। ভারতীয় পেসারদের দাপটে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। এক ইনিংস ও ১৩০ রানে জিতল কোহলির ভারত।

2/5

ইন্দৌরে জিতল ভারত

ইন্দৌরে জিতল ভারত

প্রথমে ব্যাট করে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। মুশফিকুর রহিম (৪৩) ছাড়া আর কোনও বাংলাদেশের ব্যাটসম্যান শামি, ইশান্তদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। 

3/5

ইন্দৌরে জিতল ভারত

ইন্দৌরে জিতল ভারত

প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৪৯৩ রান তোলে ভারত। ৩৪৩ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে ডিক্লেয়ার করেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং লাইনের কঙ্কালসার চেহারা প্রকট হয়ে ওঠে। 

4/5

ইন্দৌরে জিতল ভারত

ইন্দৌরে জিতল ভারত

দ্বিতীয় ইনিংসেও লড়াই চালিয়েছিলেন মুশফিকুর। ৬৪ রান করেন তিনি। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের আয়ারা-গয়ারাম অবস্থা হয়েছিল। মহম্মদ শামি প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নিয়েছেন। 

5/5

ইন্দৌরে জিতল ভারত

ইন্দৌরে জিতল ভারত

দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন তিনটি উইকেট পেয়েছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। ২২ নভেম্বর থেকে ইডেনে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে এই জয় ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিক দিক থেকে চাঙ্গা করে রাখল।