গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

| Nov 01, 2018, 11:34 AM IST
1/8

1

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

2/8

2

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# ভারতের ৪৭ তম স্টেডিয়াম এই গ্রিনফিল্ড যেখানে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এটি ভারতের ৪৪ তম স্টেডিয়াম যেখানে ভারত দেশের মাটিতে ম্যাচ খেলবে।

3/8

3

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# ঘরের মাঠে একদিনের ম্যাচে আগের ৪৩টি ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে ২০টিতে জিতেছে টিম ইন্ডিয়া।  

4/8

4

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# বৃহস্পতিবার গ্রিনফিল্ডে টস জিতলেই নজির গড়বেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনিই প্রথম অধিনায়ক হবেন যিনি দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে পাঁচটি ম্যাচেই টস জিতবেন।

5/8

5

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# আজ টস জিতেই আজাহারউদ্দিন, দ্রাবিড়, ধোনির পর চতুর্থ ভারত অধিনায়ক হিসেবে কোনও এক সিরিজে পাঁচটি টস জেতার নজির গড়বেন।

6/8

6

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# আর ১ রান করতে পারলেই একদিনের ক্রিকেটে ভারতের হয়ে দশ হাজার রান পূর্ণ করবেন মহেন্দ্র সিং ধোনি।

7/8

7

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# গ্রিনফিল্ড স্টেডিয়ামে ৫১ রান করতে পারলেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করবেন এমএসডি।

8/8

8

গ্রিনফিল্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাইলস্টোনের সামনে ভুবি,বিরাট,মাহি

# একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন থেকে আর মাত্র ২টি উইকেট দূরে ভুবনেশ্বর কুমার।