ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

| Oct 29, 2018, 19:00 PM IST
1/7

1

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# সোমবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ঘণ্টা বাজিয়ে শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার আমন্ত্রণে প্রথমবার এই ঘণ্টা বাজালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

2/7

2

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# ১৩৭ বলে ১৬২ রান করলেন রোহিত শর্মা। ওডিআই কেরিয়ারের ২১ তম শতরান করলেন 'হিটম্যান।

3/7

3

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্পর্শ করলেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে দু'জনেরই ১৯টি করে সেঞ্চুরি রয়েছে।

4/7

4

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# এদিন ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৪টি ছক্কা হাঁকান রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে তাঁর ছক্কার সংখ্যা এখন ১৯৮টি।

5/7

5

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# এদিন সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন রোহিত। একদিনের ক্রিকেটে ১৯৫টি ছক্কা মেরেছিলেন মাস্টার ব্লাস্টার।

6/7

6

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# একদিনের ক্রিকেটে ছক্কার নিরিখে ভারতীয়দের মধ্যে রোহিতের আগে আছেন মহেন্দ্র সিং ধোনি। মাহি এখন পর্যন্ত ছক্কা হাঁকিয়েছেন ২১৮টি।

7/7

7

ব্র্যাবোর্নে ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু করলেন সচিন, মাস্টারের রেকর্ড ভাঙলেন 'হিটম্যান'

# একদিনের ক্রিকেটে এই নিয়ে রেকর্ড সংখ্যক ৭ বার দেড়শো রানের গণ্ডি পার করলেন রোহিত শর্মা।