ইডেনে শতরান করে মুঠো মুঠো রেকর্ড করলেন কিং কোহলি, দেখে নিন একনজরে

Nov 23, 2019, 18:22 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: আরও একটা শতরান এল বিরাটের ব্যাটে। ইডেনে গোলাপি বল সামলাতে বাকিদের যখন নাজেহাল অবস্থা তখন টেস্ট কেরিয়ারের ২৭ তম শতরান করে ফেললেন কিং কোহলি।      

2/7

অধিনায়ক হিসেবে টেস্টে ১৯টি শতরানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। বিরাটের সংগ্রহে ২০টি। বিরাটের সামনে ২৫টি সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার অধিনায়র গ্রেম স্মিথ।  

3/7

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক হি হিসেবে বিরাট কোহলির শতরান সংখ্যা ৪১। এসেছে মাত্র ১৮৮টি ইনিংসে। তাঁর সঙ্গে একাসনে রয়েছেন পন্টিং। ৩৭৬টি ইনিংসে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক করেছেন ৪১টি শতরান। 

4/7

আন্তর্জাতিক কেরিয়ারে ৭০তম শতরান করলেন বিরাট। খেলেছেন ৪৩৯টি ইনিংস। ৭০টি শতরানে পৌঁছতে সচিনের লেগেছিল ৫০৫টি ইনিংস। ৬৪৯টি ইনিংস লেগেছিল রিকি পন্টিংয়ের। 

5/7

টেস্টে ২৭ তম শতরান করলেন বিরাট। এসেছে ১৪১টি ইনিংসে। সচিনের সঙ্গে তিনি দ্বিতীয় দ্রুততম। 

6/7

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের এটি ৭০তম শতরান। তাঁর আগে আছেন রিকি পন্টিং ও সচিন তেন্ডুলকর। ৬৬৮ ইনিংসে ৭১টি শতরান করেছেন পন্টিং। ৭৮২টি ইনিংসে সচিনের রয়েছে ১০০টি শতরান। 

7/7

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ৫ হাজার রান পার করলেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে দিবারাত্রির টেস্টে তাঁর সেঞ্চুরি।