IND vs BAN: 150kmph বেগে টানা গোলাবর্ষণ! ভারতের রণসজ্জায় আগুনে সব অস্ত্র, বাংলাদেশ পারবে তো?

India to unleash new express pacers in Gwalior IND vs BAN 1st T20I: ভারত-বাংলাদেশ এবার কুড়ি ওভারের যুদ্ধে। অভিষেকের অপেক্ষায় দেশের সব আগুনে পেসাররা!  

Oct 06, 2024, 14:55 PM IST
1/6

ভারত-বাংলাদেশ তিন ম্য়াচের টেস্ট সিরিজ

IND vs BAN

পাকিস্তানকে ২-০ উড়িয়ে ভারতে এসেছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পদ্মাপারের দেশ ভেবেছিল যে, ভারতে এসেও বুঝি তারা বড় কিছু শিকার করবে! টেস্টের ২ নম্বর দল ও ৮ নম্বর দলের ফারাকটা হাড়ে হাড়ে টের পেল ৯ নম্বররা। ঘরের মাঠে রোহিত শর্মারা দুই ম্য়াচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ হোয়াইট ওয়াশ করল। বাঘেদের আবার বিড়াল হল! চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত ২৮০ রানে বাংলাদেশকে হারিয়েছিল। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে পিষল টিম ইন্ডিয়া।   

2/6

ভারত-বাংলাদেশ মুখোমুখি হচ্ছে তিন ম্য়াচের টি-২০ সিরিজে

IND vs BAN

রবিবার অর্থাত্‍ আজ সিরিজের শুভারম্ভ। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। খেলা হবে নতুন ভাবে উন্মোচিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে চোখ থাকবে ভারতের সব নতুন আগুনে পেসারদের দিকে। কারণ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরার মধ্য়ে কেউ নেই টিমে। নজরে রয়েছেন ময়াঙ্ক যাদব ও হর্ষিত রানা   

3/6

ময়াঙ্ক যাদব

 Mayank Yadav

ময়াঙ্ক যাদবের কথায় আসা যাক। যেমন তাঁর হাতে গতি, তেমন মাপা লাইন-লেন্থ। এককথায় চলতি বছর আইপিএলে সেনসেশন ছিলেন বছর বাইশের দিল্লির পেসার। কখনও প্রতি ঘণ্টায় বল করেছেন ১৫৫.৮ কিমি বেগে, কখনও তা বেড়ে হয়েছে ১৫৬.৭! ধারাবাহিক ভাবে দেড়শোর গতিতে বল করছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের শুরুর দিকের ম্য়াচ যাঁরা দেখেছেন তাঁরা এই আগুনে পেসারে মোহিত হয়েছিলেন। কিন্ত ময়াঙ্ক চোটের জন্য়ই আইপিএলের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তবে ময়াঙ্ক এবার ফিট। আগুন ঝলসাতে তৈরি। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ময়াঙ্ককে নিয়েই সম্ভবত হবে গোয়ালিয়রে প্রথম একাদশ। সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে ময়াঙ্কের প্রসঙ্গে বলেছেন, 'ওর মধ্য়ে এক্স ফ্য়াক্টর রয়েছে। দেখেছে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট।'  

4/6

হর্ষিত রানা

Harshit Rana

মায়াঙ্কের পরেই চর্চায় কেকেআর পেসার হর্ষিত রানা। তাঁর বৈচিত্র্য়ে মোহিত হয়েছে বাইশ গজ। কেকেআরের জার্সিতে চলতি বছর আইপিএলে ধারাবাহিক ভাবে ১৪৫ কিমি প্রতি ঘণ্টায় বল করেছেন। ময়াঙ্কের মতো হর্ষিতও দিল্লির পেসার। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে খেলার সৌভাগ্য় হয়নি। সম্প্রতি দলীপ ট্রফিতেও হর্ষিত দারুণ বল করেছেন। আশা করা হচ্ছে এই সিরিজে তিনি দেশের জার্সিতে মায়াঙ্কের মতোই অভিষেক করতে পারেন।

5/6

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড

India's squad for the T20 series against Bangladesh

দলে রয়েছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। ভারতের পেস বিভাগে রয়েছেন ময়াঙ্ক-হর্ষিত ও অর্শদীপ। শেষের জন ইতোমধ্য়েই ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন।

6/6

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড

Bangladesh squad for T20 series against India

বাংলাদেশ দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তওহিদ হৃদয়, মাহমদুল্লাহ, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।